রাজনীতি

\`মন্ত্রীরা শুধু কথাই বলেন\`

নিজস্ব প্রতিবেদক: গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়্যিদ বলেছেন, বর্তমানের মন্ত্রীরা শুধ‌ু কথাই বলে, মশা মারার কোনো ব্যবস্থা করে না। তারা যে ওষুধ নিয়ে আসেন, সেই ওষুধের মধ্যেও দুর্নীতি করেন। যার কারণে সে ওষুধ দ্বারা মশা নিধন হয় না।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণফোরাম ঢাকা মহানগরীর উদ্যোগে ডেঙ্গু, খুন-ধর্ষণের প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।

সাইয়্যিদ বলেন, মন্ত্রীরা যত কথা বলেন, সব কথা এক জায়গায় করলে দেখা যাবে, বাংলাদেশে একটা মশাও নাই, সব মরে গেছে। কিন্তু বাস্তবতা তার বিপরীত।

তিনি বলেন, উত্তরবঙ্গে প্রায় এক কোটি মানুষ পানিবন্দি; খাবার নাই, কাজ নাই, ওষুধ নাই। দুর্বিষহভাবে জীবনযাপন করছে। কিন্তু এই সরকার তাদের জন্য কিছুই করছে না। তাই এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই।

অবস্থান কর্মসূচিতে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৯/ইয়ামিন/সাজেদ