রাজনীতি

‘প্রধানমন্ত্রী কোথায়?’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘আজকে প্রধানমন্ত্রী কোথায়? আমরা জানতে চাই এই দুর্যোগের পরেও তিনি কোথায়?

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে 'ডেঙ্গু আক্রান্তদের ফ্রি টেস্ট ও চিকিৎসা এবং বন্যার্তদের সকল ঋণ মওকুফ ও সুদবিহীন নতুন ঋণ প্রদান' এর দাবিতে বাংলাদেশ মানবাধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত করে বলেন, 'তার শরীরের অবস্থা কেমন? তার অসুস্থতা কতটুকু? এই মর্মে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর থেকে আমরা বুলেটিন জানতে চাই।'

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন অর্থমন্ত্রী শুরুতেই ডেঙ্গুতে আক্রান্ত হন। তাই জাতীয় বাজেট পেশ করতে পারেননি তিনি। অর্থমন্ত্রী পরবর্তীতে অনেকবার বলেছেন, ‘আমি অফিসে যাই না ডেঙ্গু মশার ভয়ে’। নাসিম সাহেব বলেছেন, ‘দুই মেয়র ব্যর্থ’। ডেঙ্গু মোকাবিলায় ব্যর্থতা ও নকল মশার ওষুধ ব্যবহার এক মেয়র স্বীকার করলেও আরেক মেয়র স্বীকার করছেন না। এই সমন্বয়হীনতার মধ্য দিয়ে দেশে আবার নতুন করে একটি মহামারি আতঙ্ক দেখা দিয়েছে।’’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের কড়া সমালোচনা করে আলাল বলেন, ‘‘তিনি গতকাল বলেছেন- ‘ঈদের সময় যারা বাড়িতে যাবেন যাওয়ার আগে ঢাকায় রক্ত পরীক্ষা করিয়ে নিয়েন। নাহলে কিন্তু এই জীবাণু গ্রাম পর্যায় পর্যন্ত ছড়িয়ে যাবে’। যে আতঙ্কটা মূলত রাজধানীতে বেশি ছিলো তাকে এইচ টি ইমাম সাহেব প্রধানমন্ত্রীর রেফারেন্সে সারা বাংলাদেশে ছড়িয়ে দিলেন। এটাই দায়িত্বহীনতার নমুনা।’’

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘আমাদের মূল কথা হচ্ছে- ডেঙ্গু আক্রান্ত গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। দুই মেয়রকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে, স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করতে হবে এবং সাধারণ মানুষের জন্য আমাদের কাজ করার সুযোগ দিতে হবে।’

আয়োজক সংগঠনের ভাইস-চেয়ারম্যান শামসুল আলমের সভাপতিত্বে এবং সংগঠনের মহাসচিব আ স ম মোস্তফা কামালের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, অ্যাডভোকেট আবেদ রেজা, তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক ড.কাজী মনিরুজ্জামান মনির ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এম জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন। রাইজিংবিডি/ঢাকা/২ আগস্ট ২০১৯/ইয়ামিন/শাহেদ