রাজনীতি

তামাশাই তাদের দায়িত্ব: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীতে জনগণের প্রতি কোন দায়িত্ববোধ এই সরকার থাকে না। তামাশাই কারাই হয় তাদের একমাত্র দায়িত্ব।

ঈদ উপলক্ষে সংবাদ মাধ্যমে পাঠানো এক বানীতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কিছুদিন ধরে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে মানুষ মারা যাচ্ছে, আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ চিকিৎসা না পেয়ে হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছে। অথচ সরকার নির্বিকার। এডিস মশা নিধনে কোন কার্যকর ঔষুধ আমদানি করা হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শত নির্যাতন সহ্য করেও ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের সহায়তা দিতে সাধ্যানুযায়ী কাজ করে যাচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশ এখন এক চরম দু:সময় অতিবাহিত করছে। জনগণ অধিকারহীন ও বাকরুদ্ধ। অগণতান্ত্রিক শক্তির দানবীয় উত্থানে রাষ্ট্র ও সমাজে ভয় ও আতঙ্ক আধিপত্য বিস্তার করে আছে।’

তিনি বলেন, ‘স্বার্থচিন্তা পরিহার করে মানবকল্যাণ এবং সমাজে শান্তি, ন্যায়, সুবিচার ও সোহার্দ্য প্রতিষ্ঠায় আমাদেরকে সচেষ্ট হতে হবে। আসুন, এই ‘ত্যাগের উৎসবের’ দিনে অবিচারের নির্মম শিকার ‘গণতন্ত্রের প্রতীক’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে শামিল হওয়ার অঙ্গীকার করি।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘পবিত্র ঈদুল আজহা সকলের জীবনকে করে তুলুক আনন্দময়, মহান আল্লাহর দরবারে আমি এ প্রার্থণা  জানাই।’ রাইজিংবিডি/ঢাকা/১০ আগস্ট ২০১৯/সাওন/শাহনেওয়াজ