রাজনীতি

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হাতে এরশাদের আত্মজীবনী

জ্যেষ্ঠ প্রতিবেদক : ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের আত্মজীবনী উপহার দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে।

শুক্রবার জাতীয় পার্টির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। 

ভারতের স্বাধীনতা দিবস ও আগরতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাতে আগরতলা প্রেসক্লাবে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন জাপার কেন্দ্রীয় নেতা সাংবাদিক সুজন দে। অনুষ্ঠানের এক ফাঁকে তিনি ভারতের স্বাধীনতা দিবসের উপহার হিসেবে এরশাদের ‘আমার কর্ম আমার জীবন’ বইটি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন।

এ সময় ত্রিপুরা রাজ্য সরকারের রাজস্বমন্ত্রী এন সি দেব বর্মা, ভারতের লোকসভার সদস্য প্রতিভা ভৌমিক, আগরতলা প্রেসক্লাবের সভাপতি সুবল দে, সাধারণ সম্পাদক প্রণব সরকার উপস্থিত ছিলেন।

এর আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও সুজন দেকে আগরতলা প্রেসক্লাবের পক্ষ থেকে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা স্মারক ও উত্তরীয় দেয়া হয়। রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৯/নঈমুদ্দীন/রফিক