রাজনীতি

মিরপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুনে  ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক তাদের ক্ষতিগ্রস্তদের হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় ক্ষতিগ্রস্তদের একজন শফিকুল ইসলাম জানান, তার ১০টি ঘর ছিল। সব পুড়ে শেষ। সারা জীবনের যা অর্জন, সহায় সম্বল সব আগুনে পুড়ে শেষ। 

ক্ষতিগ্রস্ত ফারুক হোসেন জানান, তার গায়ের কাপড়টুকু ছাড়া আর কিছুই নেই। সব আগুনে পুড়ে শেষ।

বিএনপি নেতা আমিনুল হক বলেন, ‘বস্তিবাসীদের হাজার হাজার ঘর পুড়ে শেষ। নিম্ন আয়ের এই সব মানুষের সামান্য জিনিসপত্রও তারা রক্ষা করতে পারেনি। ভয়াবহ আগুন তাদের সব কিছু কেড়ে নিয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সব অসহায় গরিব দুঃখী মানুষদের সাহায্য করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন।’

ফুটবলার আমিনুল হক বলেন, ‘বেশি ক্ষতিগ্রস্তদের তালিকা করে কিছু সাহায্য করছি।’

এসময় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল সভাপতি ফকরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হক রিয়াজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক দবির উদ্দীন তুষারসহ স্থনীয় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৯/সাওন/ইভা