রাজনীতি

জাতীয় কমিশন গঠনের দাবি জাপা নেতার

নিজস্ব প্রতিবেদক: ১৯৭৫-এর হত্যাযজ্ঞের পরিকল্পনাকারী, বেনিফিশিয়ারি, সমর্থনকারীসহ জড়িত সকলকে বিচারের আওতায় আনতে জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয়।

বুধবার দুপুরে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে গুলশান থানা যুব সংহতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

জয় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বর্বরোচিত এ হত্যাকাণ্ডে জড়িতদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোও কালো তালিকাভুক্ত করতে হবে। যাতে বাংলাদেশে এমন নৃশংস ঘটনা আর না ঘটে।

তিনি বলেন, ‘৭৫-এর প্রেক্ষাপট সৃষ্টি করতে যারা ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে যারা বিচারের বাইরে রয়েছেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। তারা এখন কে কোন দলে আছে তা চিহ্নিত করতে হবে। এদের থেকে সর্তক না হলে দেশের অগ্রযাত্রা, উন্নয়ন ও অর্থনীতির চাকা বাধাগ্রস্থ হবে।

যুবসংহতি নেতা অলিউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাপা যুগ্ম-মহাসচিব মনিরুল ইসলাম মিলন, ফজলুল হক ফজলু, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, নুর জামাল, কামাল হোসেন প্রমুখ।

 

রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৯/নঈমুদ্দীন/সাজেদ