রাজনীতি

বাংলাদেশে আইএস বলতে কিছু নেই : তথ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশে আইএস বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘এ দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। সরকার জঙ্গি দমনে শতভাগ সফলতার পরিচয় দিয়েছে।’

তিনি বলেন, ‘এখন এমন হয়েছে- গাড়ির চাকা ফাঁটলেও বলে আইএস করেছে। আবার ককটেল বিস্ফোরণ হলেও বলে আইএস করেছে। কারা যে এগুলো ছড়ায় আমার বুঝে আসে না।’

শনিবার রাতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে স্থানীয় সরকারমন্ত্রীর প্রটোকলে থাকা পুলিশের ওপর হামলায় দায় স্বীকার করে আইএসের দেয়া বিবৃতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। আমি চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমেই এর সমাধান হোক।’

গাড়িচাপায় পা হারানো কৃষ্ণা রানী প্রসঙ্গে তিনি বলেন, ‘কৃষ্ণার ওপর গাড়ি তুলে দেয়া অত্যন্ত মর্মান্তিক। আমি শুনেছি, তিনি নাকি সড়কের পাশেই ছিলেন। সে কারণে আমি গাড়ির মালিকদের বলব যাতে তারা কোনো হেলপার দিয়ে গাড়ি না চালান। যারা এ দুর্ঘটনাটি ঘটিয়েছে, তাদের বিচার হোক সেটি আমি চাই।’

একুশে আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি সরকারের সরাসরি সম্পৃক্ততা ছিল মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘২১ আগস্ট আওয়ামী লীগের পক্ষ থেকে মুক্তাঙ্গনে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু অনুমতি দেয়া হয়নি। ২০ আগস্টের মধ্যরাতে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সমাবেশ করার জন্য অনুমতি দেয়। এটা ছিল পুরোপুরি গ্রেনেড হামলার পরিকল্পনার অংশ।’

এ সময় বিএনপি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আজ বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও একইসঙ্গে ৪২ বছরে পর্দাপণ করেছে; এ জন্য বিএনপিকে আমি অভিনন্দন জানাই। তবে গত ৪১ বছরের পথচলায় তারা ক্ষমতা দখল করছে। আবার ক্ষমতায় গিয়েছিল খালেদা জিয়ার নেতৃত্বে কিন্তু দেশকে তারা সুশাসন দিতে পারেনি।’

তিনি আরো বলেন, ‘গণমানুষের জন্য যারা রাজনীতি করেন তাদের কোনোভাবেই জঙ্গি নির্ভর রাজনীতি করা উচিত নয়, যেটি বিএনপি করেছে। আমি আশা করব,  ভবিষ্যতে বিএনপি জঙ্গি নির্ভর, সন্ত্রাসনির্ভর রাজনীতি পরিহার করে গণমানুষের কাতারে পৌঁছানোর জন্য রাজনীতি করবে।’ রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৯/হাসান/ইভা