রাজনীতি

রওশন বিরোধীদলীয় নেতা, উপনেতা কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন এরশাদকে মনোনয়ন দিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেয়া হয়েছে। রওশনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে সংসদ যেকোনো সময় প্রজ্ঞাপন জারি করতে পারে। এছাড়া জিএম কাদেরকে উপনেতা মনোনয়ন দিয়ে স্পিকারকে আলাদা চিঠি দেয়া হয়েছে।

এর আগে বিরোধীদলের উপনেতার কার্যালয়ে অনুষ্ঠিত জাপার সংসদীয় দলের সভায় বিরোধীদলীয় নেতা হিসেবে বেগম রওশন এরশাদকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়।

জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের জানান, সংসদীয় বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ২৪ জনই রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা মেনে সংশ্লিষ্ট নথিতে সই করেছেন। একজন সদস্য দেশের বাইরে থাকায় নথিতে সই করতে পারেননি। তবে রওশন এরশাদকে বিরোধীদলীয় হিসেবে তিনিও সম্মতি দিয়েছেন। সর্বসম্মতিক্রমে রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন।

বিরোধীদলের উপনেতা বেগম রওশন এরশাদের সভাপতিত্বে সভায় জাপা চেয়ারম্যান জিএম কাদের, জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার আনিসুল মাহমুদ এমপি, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, সৈয়দ আবু হোসেন বাবলা, সেলিম ওসমান, লিয়াকত হোসেন খোকা, মাসুদ উদ্দীন চৌধুরী, নাসরিন হাওলাদার রত্না, গোলাম কিবরিয়া টিপুসহ প্রায়সব এমপি উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/৮ সেপ্টেম্বর ২০১৯/নঈমুদ্দীন/সাইফ