রাজনীতি

‘ছাত্রলীগের বিষয়টি নেত্রী দেখছেন’

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও কমিটি ভেঙে দেয়া নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এই বিষয়টি দলের সভাপতি দেখছেন।’

বৃহস্পতিবার বনানীর সেতু ভবনে পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ছাত্রলীগের সংকট নিরসন কীভাবে হচ্ছে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি এ নিয়ে আর কোনো কথা বলব না। কারণ প্রধানমন্ত্রী আমাদের সভাপতি বিষয়টি দেখছেন। এ নিয়ে আর কোনো মন্তব্য নেই। আমি একটা বিষয় বুঝি না, একটা ছাত্র সংগঠন নিয়ে এত লেখালেখি কী দেশের অন্যান্য বিষয়ের চেয়ে বেশি প্রাধান্য পায়।’

বিএনপির আন্দোলনের হুমকিকে আওয়ামী লীগ কীভাবে দেখছে-জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না। আওয়ামী লীগে আন্দোলনকে মোকাবেলা করেই ক্ষমতায় এসেছে। আন্দোলন শান্তিপূর্ণভাবে করলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা, বিশৃঙ্খলা করলে সমোচিত জবাব দেওয়া হবে।’

আসামের বিষয়ে সারকারের কোনো উদ্বেগ আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা ভারত সরকারের কাছে যখন তাদের মন্তব্য জানতে চাই, তারা আসলে কী করতে চায়। তখন ভারত সরকারের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় বলে গেছেন, ওখান থেকে আমরা যেটা পেলাম, এ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই। তবে আমরা পরিস্থিতি অবজার্ভ করছি।’

‘বিচ্ছিন্নভাবে ভারতের কে কী বক্তব্য দিল, সেটা আমাদের কাছে বিবেচ্য নয়। ভারত সরকার আমাদের কী বলেছে সেটাই বিবেচ্য বিষয়। বিষয়টা এখনো অপিলের পর্যায়ে আছে। আরো চার মাসের মত সময় লাগবে আপিলের পর এটা নিয়ে যাচাই-বাছাই পর্যায় রয়েছে। এটা নিয়ে শেষ কথা বলার মত সময় এখনো আসে নি।’

 

রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৯/রেজা/ইভা