রাজনীতি

‘বিএনপি রাজনীতি থেকে হারিয়ে যেতে বসেছে’

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি একটি লিমিটেড কোম্পানি। আর নেতারা সব ভাড়াটে রাজনীতিবিদ। সে কারণেই বিএনপি রাজনীতি থেকে হারিয়ে যেতে বসেছে।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সমসাময়িক প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতা মওদুদ এক সময় আওয়ামী লীগ করেছেন, জাতীয় পার্টি করেছেন। এখন করছেন বিএনপি। মির্জা ফখরুল এক সময় বাম রাজনীতি করেছেন। এখন বিএনপির মহাসচিব।’

বিএনপিকে দানবীয় রাজনীতি ছেড়ে নিয়মতান্ত্রিক রাজনীতি করার আহ্বান জানান হাছান মাহমুদ।

সম্প্রতি মানববন্ধনে গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যর বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘গয়েশ্বর চন্দ্র রায় যা বলেছেন, তাতে অশুভর কিছু ইঙ্গিত পাওয়া যায়। অতীতেও তারা নাশকতা করেছেন, গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। এই সব কারণে মানুষও তাদের প্রত্যাখান করেছে।’

তিনি বলেন, ‘আমরা চাই বিএনপি শক্তিশালী বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করুক। তবে তা হতে হবে মানুষকে সঙ্গে নিয়ে এবং মানুষের কল্যাণে।’

 

রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৯/আসাদ/ইভা