রাজনীতি

সরকার দলীয় কর্মকাণ্ডে বাধা দিচ্ছে-অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেছেন, ‘আমরা দল ও অঙ্গ এবং সহযোগী সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে চেষ্টা করছি। সেই চেষ্টাকেও আজ সরকার নানাভাবে বাধাগ্রস্ত করছে।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বাধীনতা ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।

ড. খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা দল পুনর্গঠনের জন্য জেলা-উপজেলায় কাউন্সিল করতে চাচ্ছি। কিন্তু আমাদের অনুমতি দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার ছাত্রদলের কাউন্সিল আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে। এতে বুঝা যায় যে, এদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নাই।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আইনিভাবে লড়াই করছি। আর স্বাভাবিকভাবে এসব মামলায় সাতদিনের মধ্যে জামিন হওয়ার কথা। কিন্তু তা হচ্ছে না। তাই তার মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।’

কর্মসূচিতে সভাপতিত্ব করেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৯/সাওন/শাহেদ