রাজনীতি

‘খালেদা জিয়াকে আটকে রাখা যাবে না’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলাকে যেমন আটকে রাখা সম্ভব হয়নি তেমনি সরকার খালেদা জিয়াকেও আটকে রাখতে পারবে না।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে তাঁতীদলের মানববন্ধনে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, ‘দেশের মানুষের মধ্যে আগুন জ্বলছে। তারা তাদের বাক স্বাধীনতা, ভোটাধিকার ফিরে পেতে রাজপথে নামবে।’

তিনি বলেন, 'অনেকেই প্রশ্ন করেন এত নির্যাতনের পর বিএনপি কীভাবে ঘুরে দাঁড়াবে। তবে আমার প্রশ্ন, যারা রাতের আঁধারে মানুষের ভোট চুরি করে জোর করে দক্ষতা দখল করে জনবিচ্ছিন্ন হয়ে সরকারে আছে, সেই আওয়ামী লীগ কীভাবে ঘুরে দাঁড়াবে। এই দলটির রাজনৈতিক ভবিষ্যৎ কী?  তারা তো জনগণের মুখোমুখি হতে পারছে না।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার। রাইজিংবিডি/ঢাকা/১৭ সেপ্টেম্বর ২০১৯/সাওন/ইভা