রাজনীতি

খুন, ধর্ষণ রেকর্ড ভঙ্গ করেছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ‌্যাডভোকেট রুহুল কবির রিজভী ছাত্রলীগের খুন, ধর্ষণ, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগের ক্যাডারদের হাতে জিম্মি হয়ে পড়েছে।

মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রিজভী বলেন, ‘আবরার হত্যাকাণ্ডে দায়ী ১৯ জনের মধ্যে অন্যতম অভিযুক্তের নাম রহস্যজনকভাবে নেই। শেরেবাংলা হলের ২০১১ নম্বর রুম তথা টর্চার সেলটি কার? তাকে বাঁচাতে বুয়েট প্রশাসন উঠে পড়ে লেগেছে। নির্লজ্জ বুয়েট প্রশাসন এই হত্যাকাণ্ডকে অনাকাঙ্খিত মৃত্যু বলে বিবৃতি দিয়েছে। তারা খুনিদের আড়াল করতে সিসিটিভিতে ধারণকৃত ২০ মিনিটের ভিডিও এডিট করে মাত্র দেড় মিনিটের একটি ক্লিপ দিয়েছে আন্দোলনরত ছাত্রদের।’

রিজভী বলেন, ‘সারাদেশের সাধারণ ছাত্রসমাজ আজ ফুঁসে উঠেছে। আবরারের খুনীদের বিচারের দাবিতে ছাত্রদের আন্দোলন এখন অগ্নিগর্ভ হয়ে উঠেছে। দেশের সাধারণ ছাত্রসমাজের প্রতি আমাদের উদাত্ত আহবান- এই মৃত্যূ উপত্যকাকে শান্তিময় করতে রাজপথে এখনই নেমে আসতে হবে।’ ঢাকা/সাওন/শাহনেওয়াজ