রাজনীতি

চাকরির সুযোগ নেই: আমির খসরু

দেশে কোনো সাধারণ মানুষের চাকরির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকারীদের ফাঁসির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।

আমির খসরু বলেন, প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বাইরে চলে যাচ্ছে। এর বড় অংশ হচ্ছে দুর্নীতির টাকা। আর ছোট্ট একটি অংশ হচ্ছে যারা বাংলাদেশে ব্যবসা করে তাদের। এখানে লুটপাটের কারণে ব্যবসা করার সুযোগ নেই।

তিনি বলেন, ক্যাসিনো অভিযানের পরে অনেক সাংবাদিক, দলের অনেক লোকজন আমাকে বিভিন্ন প্রশ্ন করে, আপনি কি মনে করেন সরকার সত্যি সত্যি এই অভিযান চালাচ্ছে। আর চালালে কেন চালাচ্ছে, এই অভিযান কারা চালাচ্ছে, আসলে কি আইনশৃঙ্খলা বাহিনী চালাচ্ছে। যদি এত প্রশ্ন ওঠে তখন সে দেশের অবস্থা নিয়ে সবার কাছে পরিষ্কার।

 

ঢাকা/সাওন/সাইফ