রাজনীতি

যুবলীগ থেকে বহিষ্কার রাজিব

সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবকে বহিষ্কার করেছে যুবলীগ।

শনিবার দিবাগত রাতে র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর সংগঠনটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ রাইজিংবিডিকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চলমান দুর্নীতি বিরোধী অভিযানে সুনির্দিষ্ট অভিযোগে কেউ গ্রেপ্তার হলে বহিষ্কারের সিদ্ধান্ত ছিলো। সেই ধারাবাহিকতায় রাজিবকে বহিষ্কার করা হয়েছে।’  

তারেকুজ্জামান রাজিব এর আগেও একবার সংগঠন থেকে বহিষ্কার হয়েছিলেন। ২০১৫ সালে এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার জন্য মোহাম্মদপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল।

এর আগে রাত দেড়টার দিকে বসুন্ধরার এক বাসা থেকে রাজিবকে গ্রেপ্তার করে র‍্যাব। মোহাম্মদপুরে তার কাউন্সিলর অফিস এবং বাসা মোহাম্মদীয়া হাইজিং সোসাইটির ১ নম্বর সড়কের ৩৩ নম্বর ভবনে রাতেই অভিযান চালানো হবে বলে র‍্যাবের কর্মকর্তারা জানিয়েছেন।  

ঢাকা/পারভেজ/নাসিম/জেনিস