রাজনীতি

খালেদার সঙ্গে কামালের দেখা করাতে বলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গণফোরাম নেতা ড. কামাল হোসেনসহ ঐক‌্যফ্রন্ট নেতাদের কারাগারে সাক্ষাতের ব‌্যবস্থা করতে আইজিকে (প্রিজনস) বলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার সচিবালয়ে  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করার পর বাংলাদশের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি ও জাতীয় এক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব এ কথা জানিয়েছেন।

আ স ম রব বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের বলেছেন, কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারও বাধা নেই।  তিনি আমাদের বলেছেন, “ড. কামালসহ আপনারা দেখা করতে চাইলে, আমি আইজি প্রিজনকে বলে দেব”।’

এক প্রশ্নের জবাবে আ স ম  রব বলেন, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দীতে সমাবেশ করার কথা ছিল। তবে সমাবেশের অনুমতি সরকার আমাদেরকে এখনো দেয়নি। এর প্রতিবাদে আমরা আলোচনা করে কর্মসূচি দেব।’

রব বলেন, ‘আমাদেরকে যদি সরকার সাংবিধানিক অধিকার সভা-সমাবেশ করতে না দেয়, তাহলে সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সরকার যে আমাদেরকে সাংবিধানিক অধিকার চর্চা করতে দিল না, এর জবাবে কি ধরনের কর্মসূচি দেওয়া যায়, সেই কর্মসূচি দিয়েই আমরা এর জবাব দিব।’

 

ঢাকা/আসাদ/সাজেদ