রাজনীতি

সাকিবের ঘটনা সত্যিই কষ্টদায়ক : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ধরনের ঘটনা আসলেই কষ্টদায়ক। বিশেষ করে সাকিবের বিষয়টি। সাকিব একজন প্রতিভাবান খেলোয়ার। এ ঘটনা দুঃখজনক।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘আশা করি, এমন ঘটনা বাংলাদেশের ক্রিকেটে আর ঘটবে না। তবে দেশের ক্রীড়াঙ্গনে যে অস্থিরতা চলছে সেটা দেশের সামগ্রিক অবস্থার প্রতিফলন।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকার যেভাবে দেশ চালাচ্ছে এতে করে কাউকে তো কোনো জবাবদিহি করতে হচ্ছে না। আজ দেশের প্রত্যেকটা ফেডারেশনই মানি আর্নিং প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা পানির ন্যায্য হিস্যা পাচ্ছি না, সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না, আমাদের সমুদ্র উপকূলে রাডার বসাচ্ছে প্রতিবেশী দেশ কিন্তু আমরা এ বিষয়ে জনগণকে বিস্তারিত বলতে পারছি না। বাণিজ্যের যে ভারসাম্য সেটা রক্ষা করা হচ্ছে না। এক কথায় আমরা পুরোপুরিভাবে নতজানু হয়ে গেছি এবং পরনির্ভরশীল হয়ে গেছি।’

মিয়ানমার থেকে দশ লাখ রোহিঙ্গা এসেছে তাদের ফেরত পাঠানোর জন্য কিছুই করা হচ্ছে না বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, ‘বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা দরকার সেটা করা হচ্ছে না।’ ঢাকা/সাওন/ইভা