রাজনীতি

শহীদ মিনারে খোকার মরদেহ

বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে বেলা ১২ টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেয়া হয়। এরপর শুরু হয় সারিবদ্ধভাবে ফুল দিয়ে সকলের শ্রদ্ধা নিবেদন।

সে সময় বস্ত্র ও পাট মন্ত্রী গাজী গোলাম দস্তগীর এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকী শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসেন।

এরআগে বেলা দশটা থেকে নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারের ভিড় করেন করেন। বেলা সাড়ে ১১ টায় এসে পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

ক্যান্সারে আক্রান্ত খোকা নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ৪ নভেম্বর দুপুরে মারা যান। ৭ নভেম্বর সকাল তার মরদেহ দেশে আনা হয়। ২০১৪ সাল থেকে চিকিৎসার জন্য তিনি নিউইয়র্কে ছিলেন।

তিন বারের নির্বাচিত সংসদ সদস্য, দুই বারের মন্ত্রী ও ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা। ঢাকা/সাওন/সনি