রাজনীতি

খালেদার সাক্ষাৎ না পাওয়ার অভিযোগ স্বজনদের

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিন সাক্ষাতের সুযোগ পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ অভিযোগের কথা জানান।

তিনি বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে স্বজনদের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ১৩ নভেম্বর। এরপর ১৮ দিন অতিবাহিত হলেও সাক্ষাতের অনুমতি মিলছে না।’

জানা যায়, জেল কোড অনুযায়ী প্রতি মাসে ন্যুনতম দুবার আত্মীয়স্বজন দেখা করার রীতি আছে। গত নভেম্বর মাসে তার সঙ্গে স্বজনদের সাক্ষাতের জন্য একবার অনুমতি দেয়া হয়েছিল।

শামসুদ্দিন দিদার জানান, সাক্ষাতের অনুমতি চেয়ে ২৪ নভেম্বর খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার স্বাক্ষরিত একটি আবেদন জেল কর্তৃপক্ষ বরাবর পৌঁছানো হয়েছে। কিন্তু আজও সাক্ষাতের অনুমতি পাওয়া যায়নি। স্বজনদের ধারণা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ; যে কারণে স্বজনদের দেখা করতে দিচ্ছে না জেল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত হয়ে প্রায় ২২ মাস ধরে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা/সাওন/সনি