রাজনীতি

‘আ.লীগের জাতীয় সম্মেলন হবে সাদামাটা’

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন জাঁকজমকপূর্ণভাবে নয়, বরং সাদামাটাভাবেই আয়োজন করা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, ‘সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের বাইরেও কোনো প্রকার সাজসজ্জা হবে না। এবারের সম্মেলনে সব মিলিয়ে ৫০ হাজার কাউন্সিলর ও ডেলিগেটস অংশগ্রহণ করবেন।’

বুধবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বিষয়ে নানক বলেন, ‘শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নয়, সংগঠনের পুরো কমিটিতে যাতে কোনোভাবেই বিতর্কিত কেউ স্থান না পায়, সেই বিষয়ে কেন্দ্রীয় নেতারা সতর্ক রয়েছেন।’

এসময় আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় নেতা মির্জা আজম এমপি, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাইফুর রহমান সোহাগ, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাহাদাত হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এফ এম সোহরাওয়ার্দ্দী উপস্থিত ছিলেন। ঢাকা/পারভেজ/মাহি