রাজনীতি

খালেদা জিয়ার ঠিকমতো চিকিৎসা হচ্ছে না: স্বজনেরা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন স্বজনেরা।

ঠিকমতো চিকিৎসা হচ্ছে না অভিযোগ করে সেলিমা ইসলাম বলেন, ‘ওনার শরীর খুবই খারাপ। ‍উঠা-বসা কিছুই করতে পারছে না। খেতে পারছে না, খেলেই বমি হয়ে যাচ্ছে। পেটে ব্যথা হচ্ছে। এত অসুস্থ মানুষ, এত বয়স হয়ে গেছে তার। সে তো হাঁটা চলা করতে পারছে না, বসতে পারছে না।’

সোমবার বিকেলে বিএসএমএমইউতে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ওনার বয়স, ওনার অসুস্থতা- এসব বিষয় বিবেচনা করে জামিন হওয়া উচিত ছিল। জামিন মানে ছেড়ে দেয়া না, জামিন মানে মুক্তি না। সে জামিনে থাকবে। জামিন তো দিতেই পারতো, জামিন তো দিল না।’

সুপ্রিম কোর্টে জামিন নামঞ্জুরের বিষয়ে খালেদা জিয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো নজিরবিহীন। আমাদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন এটা নজিরবিহীন, এরকম নজির দেখা যায় না। একই রকম মন্তব্য তারও (খালেদা জিয়া)।’

খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই উল্লেখ করে তিনি বলেন, তার (খালেদা জিয়া) সুগার তো কন্ট্রোলে আসছে না। ১২ এর নিচে কোনো দিনই ফাস্টিং সুগার আসে নাই। আজকে তো তার ফাস্টিং সুগার ১৪/১৫। ১২/১৪ ঘণ্টা না খেয়ে আছে তারপরে ফাস্টিং আজকে ১৪/১৫।

‘এরকম অসুস্থতায় তার উন্নত চিকিৎসা দরকার। আমরা তো বলেছিলাম। ওনারা জামিন তো দিলেন না। আমরা কী করব?’

তিনি বলেন, ওনি (খালেদা জিয়া) দোয়া করতে বলেছেন দেশবাসীকে। এছাড়া আমাদের কী করার আছে? প্যারোল নিয়ে কোনো কথা হয়েছে কিনা প্রশ্ন করা হলে সেলিমা ইসলাম বলেন, ‘না, এরকম কোনো কথা হয়নি।’

খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, তার স্বামী রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, তার ছেলে অভিক এস্কান্দার বিকেল ৩টার দিকে বিএসএমএমইউতে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে আসেন। বিকেল ৪টা ২০ মিনিটে তারা কেবিন ব্লকের নিচে নেমে আসেন।

সর্বশেষ গত ১৩ নভেম্বর সেলিমা ইসলামসহ স্বজনরা খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছিলেন। গত ১ এপ্রিল থেকে অসুস্থ হয়ে খালেদা জিয়া বিএসএমএমইউর ৬২১ নম্বর কেবিনে চিকিৎসাধীন। ঢাকা/সাওন/সাইফ