রাজনীতি

জাপার অতিরিক্ত মহাসচিব নির্বাচিত

জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিত নির্বাচন করা হয়েছে।

সোমবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে নবম জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক দেশের বিভিন্ন বিভাগে তাদের দলের অতিরিক্ত মহাসচিব হিসেবে নিয়োগ দেন।

যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- দলের প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, লিয়াকত হোসেন খোকা, এটি ইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুইয়া।

ঢাকা বিভাগে জাপার অতিরিক্ত মহাসচিব হিসেবে লিয়াকত হোসেন খোকা, বরিশাল বিভাগে গোলাম কিবরিয়া টিপু, খুলনা বিভাগে সাহিদুর রহমান টেপা, রাজশাহী বিভাগে অ্যডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ময়মনসিংহ বিভাগে ফকরুল ইমাম, সিলেট বিভাগে এটিইউ তাজ রহমান, রংপুর বিভাগে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং চট্টগ্রাম বিভাগে রেজাউল ইসলাম ভুইয়া দায়িত্ব পালন করবেন।

জাতীয় পার্টির আট বিভাগীয় সাংগঠনিক কমিটি বিলুপ্ত :

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে নবম জাতীয় সম্মেলন সফল করার জন্য জাতীয় পার্টির আট বিভাগে বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি গঠন করেছিলেন। সম্মেলন সম্পন্ন হওয়ায় উক্ত বিভাগীয় সাংগঠনিক কমিটি সমূহের কার্যকারিতা না থাকায় কমিটি সমূহ বিলুপ্ত করেন তিনি। ঢাকা/নঈমুদ্দীন/সনি