রাজনীতি

‘ফিলিস্তিন সমস্যার সমাধান সম্ভব’

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘দুই রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই ফিলিস্তিন সমস্যার শান্তিপূর্ণ এবং স্থায়ী সমাধান সম্ভব।’

বৃহস্পতিবার বি চৌধুরীর বারিধারা বাসভবনে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি।

রাষ্ট্রদূত রামাদান বি. চৌধুরীর সঙ্গে ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে তিনি যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবের বিষয় নিয়ে কথা বলেন।

বি. চৌধুরী ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি বাংলাদেশের জনগণ এবং তার দলের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘ফিলিস্তিনি সমস্যার স্থায়ী সমাধান তখনই সম্ভব হবে, যখন সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা সম্ভব হবে। এক্ষেত্রে ‘দুই রাষ্ট্র’ প্রতিষ্ঠার মাধ্যমেই এ সমস্যার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান হতে পারে।’

বৈঠকে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এবং দলের প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী বীরবিক্রম উপস্থিত ছিলেন। ঢাকা/নঈমুদ্দীন/সনি