রাজনীতি

মাতৃভাষা দিবসে খালেদা জিয়ার সাক্ষাৎ চান স্বজনরা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ চান তার স্বজনরা।

গত ১৯ জানুয়ারি খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার সাক্ষাৎ চেয়ে কারা মহাপরিদর্শকের নিকট আবেদন করেছেন।

তবে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল পৌনে ছয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কারা কর্তৃপক্ষ থেকে সাক্ষাতের অনুমতি দেয়া হয়নি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিবারের ছয় সদস্য ঐদিন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে চান। এ ব্যাপারে লিখিত আবেদন করা হলেও এখন পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি।

তিনি বলেন, ‘চেয়ারপারসনের ভাতিজা শাফিন ইস্কান্দার, ভাতিজার স্ত্রী অরনী ইস্কান্দার, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাই শামীম ইস্কান্দার, ভাগিনা শাহরিয়া হক ও ভাবি কানিজ ফাতেমা সাক্ষাৎ করতে চান।’

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারা তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।

সবশেষ গত ১১ জানুয়ারি বিএনপি চেয়ারপারসনের কয়েকজন স্বজন তার সঙ্গে সাক্ষাৎ করেন। ঢাকা/সাওন/সনি