রাজনীতি

‘দুটি উপায়ে লুট হয়েছে ব্যাংকগুলো’

‘দুইটি উপায়ে ব্যাংকের অর্থ লুট হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘ব্যাংকগুলো থেকে যে পরিমাণ অর্থ লুট হয়েছে, তা হয়েছে দুটি উপায়ে। একটি হচ্ছে ভুয়া এলসি তৈরি করে, আরেকটি হচ্ছে ভুয়া শিল্পপ্রতিষ্ঠান দেখিয়ে। এসব করে তারা টাকা বিদেশে পাচার করেছে।’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের গণতন্ত্র শীর্ষক’ এ সভার আয়োজন করে ডেমোক্রেটিক মুভমেন্ট। 

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী আতঙ্কিত অর্থনীতি নিয়ে। তিনি মানুষকে আবারো বিভ্রান্ত করার জন্য বলেছেন বাংলাদেশের অর্থনৈতিক নাকি সিঙ্গাপুর অর্থনীতি থেকে শক্তিশালী। বাস্তবতা হচ্ছে আজকে ৯ থেকে ১১টি ব্যাংক দেউলিয়া হয়ে আছে। শুধু টিকে থাকার জন্য তারা ব্যাংকগুলোকে সচল রেখেছে।’

‘বর্তমান সরকার নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে’ বলেও মন্তব্য করেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

‘ভোট ডাকাতি করে সরকারে এসে শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন একমাত্র যিনি গণতন্ত্র পুনরুদ্ধার করতেন। সে আন্দোলনে তিনি আগেও ছিলেন, এখনও আছেন। এজন্যই আওয়ামী লীগের আক্রোশের শিকার তিনি। সেজন্যই খালেদা জিয়া কারাগারে আছেন।’

আয়োজক সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকা/সাওন/সনি