রাজনীতি

বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধি : কড়া প্রতিবাদ কাদেরের

বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির কড়া প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও সাধারণ সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি এ প্রতিবাদ জানান।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘হঠাৎ করে বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো হচ্ছে মরার উপর খাড়ার ঘা। এমনিতেই নিত‌্য প্রয়োজনীয় দ্রব্যের মূল‌্যবৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। তাই এভাবে বিদ‌্যুৎ ও পানির দাম বাড়ানো ঠিক হবে না।’

জিএম কাদের বলেন, ‘‘ভর্তুকি কমাতে সরকার বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো হয়েছে। কিন্তু দেশের হত দরিদ্র মানুষের সুবিধার কথা বিবেচনা করেই তো সরকার ভর্তুকি দেয়। জনস্বার্থে বর্ধিত মূল‌্য প্রত‌্যাহারের জন‌্য সরকারের কাছে অনুরোধ করছি।

‘বিদ্যুতের দাম বৃদ্ধির সাথে উৎপাদন, পরিবহন ও মার্কেটিংয়ের খরচ বৃদ্ধি পায়। এতে পণ্যমূল্য বেড়ে যাবে অনেক।”

করোনাভাইরাসের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। তাই ঘনবসতি এবং দরিদ্র দেশ হিসেবে সরকারকে আগাম প্রস্তুতি নিতে হবে। করোনাভাইরাস মোকাবেলায় জাতীয় পার্টি সরকারকে সহায়তা করতে প্রস্তুত আছে।’

অনুষ্ঠানের সভাপতি ছিলেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম খান জুয়েল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আল মামুন।

সভায় বক্তৃতা করেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা শাহ-ই-আলম, ডক্টর নুরুল আজহার শামীম, যুগ্মমহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মো. নোমান মিয়া, আবদুল হামিদ ভাসানী, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা প্রমুখ। ঢাকা/নঈমুদ্দীন/সনি