রাজনীতি

‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’

দেশ এখন উল্টোপথে চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘কবি শামসুর রাহমানের ভাষায় ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’। ক্ষমতাসীনরা নিজেদেরকে মনে করছেন তারা আইন আদালতের ঊর্ধ্বে।’

বুধবার নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা তিন দুর্নীতি মামলায় জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান। আদালতের এই আদেশের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার সমর্থকরা আদালতের বাইরে তাণ্ডবলীলা শুরু করে। পিরোজপুরের রাস্তা-ঘাট অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর, হামলা, আগুন জ্বালিয়ে দেয়।’

এখানেই শেষ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘তারপরে যা ঘটেছে তা আরো ভয়াবহ। রায় ঘোষণার ঘণ্টাখানেক পর বিচারক আব্দুল মান্নানকে বিশেষ নির্দেশে স্ট্যান্ড রিলিজ করা হয়। বিচারক কেন জামিন দিল না সে অপরাধে তার বিরুদ্ধে তদন্ত করার ঘোষণাও দেয়া হয়। এরপর মাত্র চার ঘণ্টার মধ্যে আদালতে নতুন বিচারক বসিয়ে তার কাছ থেকে ইচ্ছেমতো রায় আদায় করে নেন। এ কে এম এ আউয়াল কারাগারে না গিয়ে বীরদর্পে বাড়িতে চলে যান।’

এরপরও যখন সরকারের মন্ত্রীরা চিৎকার করে বলেন, ‘সরকার আদালতের রায়ে হস্তক্ষেপ করে না।’

তখন লজ্জায় বিবেকবান দেশবাসীর মাথা হেট হয়ে যায় বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

তিনি আরো বলেন, ‘দুই বছরের বেশি সময় সম্পূর্ণ বিনা অপরাধে কারারুদ্ধ গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার জামিনের প্রসঙ্গ আসলেই এই সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী-নেতারা বলেন, আদালতের ওপর নাকি তাদের হাত নেই। সত্যিই দেশ এখন উদ্ভট উটের পিঠে চলছে।’

 

ঢাকা/সাওন/জেনিস