রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খালেদার মুক্তির আবেদন, জানে না বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য জামিনে মুক্তি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার।  বুধবার ( ৮ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে এই চিঠি দেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার।

তবে, স্বারাষ্ট্রমন্ত্রীর কাছে দেওয়ার পরিবারের আবেদনের ব‌্যাপারে বিএনপি কিছুই জানে না বলে দাবি করেছেন দলটির মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এ বিষয়ে রোববার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ‌্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার সমাধিতে উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘আমি ঠিক বলতে পারবো না। পরিবারের পক্ষ থেকে আবেদন করতে পারে। আবেদনে কী আছে, তা আমার জানা নেই।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা বহুবার বলেছি, এটা (প্যারোল) সম্পূর্ণভাবে তার (খালেদা জিয়া) ব্যক্তিগত ব্যাপার। তার ব্যক্তিগত ব্যাপার, তার পরিবারের ব্যাপার। সেক্ষেত্রে আমরা এখন কিছু বলছি না।’ দলের পক্ষ থেকে এই ব‌্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও মির্জা ফখরুল জানান। ঢাকা/সাওন/সনি/হক