রাজনীতি

উপনির্বাচন স্থগিতের আহ্বান বিএনপির

ঢাকা-১০ আসনের উপনির্বাচনসহ অনুষ্ঠিত হতে যাওয়া ৫টি নির্বাচন স্থগিতের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৯ মার্চ)গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সরকার প্রথমে করোনাভাইরাসকে গুরুত্ব দেয়নি দাবি করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এ ক্ষেত্রে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। আমরা আগেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার কথা বলেছিলাম। কিন্তু তখন বন্ধ না করে ১৬ তারিখে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়।’

প্রয়োজনে বেশি আক্রান্ত এলাকা লকডাউন করা হতে পারে বলে স্বাস্থ‌্যমন্ত্রী জাহিদ মালেকের দেওয়া বক্তব‌্যে প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘এখন তো শাট ডাউনের পরিস্থিতি এসে গেছে।’

করনোভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে জানিয়ে তিনি বলেন, ‘এ কারণে ভোটের বিষয়ে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্ত স্থগিতের আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, আগামী ২১ মার্চ ঢাকা ১০, গাইবান্ধা ৩ ও বাগেরহাট ৪ আসনের উপনির্বাচন আর ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

 

ঢাকা/সাওন/ইভা