রাজনীতি

নির্বাচন সুষ্ঠু হয়নি, ভবিষ্যতের জন্য বাজে দৃষ্টান্ত: শাহজাহান

ঢাকা-১০ আসনের উপনির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য প্রার্থী হাজী মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ‘এই নির্বাচন ভবিষ্যতের জন্য বাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। নির্বাচনি ফলও গ্রহণযোগ্য নয়।’

শনিবার (২১ মার্চ) রাতে নির্বাচন নিয়ে দেওয়া এক প্রতিক্রিয়ায় রাইজিংবিডিকে জাপা প্রার্থী এসব কথা বলেন।

নির্বাচনের ফলগ্রহণ প্রসঙ্গে মোহাম্মদ শাহজাহান বলেন, ‘পার্টির চেয়ারম্যানসহ শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ করে জানাবো। ’

নির্বাচন কেমন হলো—জানতে চাইলে শাহজাহান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়নি।  এমন ব্যর্থ নির্বাচনের কারণে জনগণ আর ভোটকেন্দ্রেই যাবে না।  নির্বাচন কমিশন আমাদের বলেছিল, ভোটারদের ভোটকেন্দ্রে  নিয়ে যেতে, আমরা প্রার্থীরা সেই চেষ্টা করে ভোটারদের কেন্দ্রে নিয়ে গেছি। কিন্তু কমিশনের ব্যর্থতার কারণে ভোটাররা ভোট দিতে পারেননি। অভিযোগ দেওয়ার পরও তারা কোনো অ্যাকশনে যায়নি। নৌকা ছাড়া কাউকে ভোট দিতে দেওয়া হয়নি।  এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ’

জাপা প্রার্থী আরও বলেন, ‘দেখলাম ট্যানারি মোড় এলাকায় একটি ভোটকেন্দ্রে নৌকায় ভোট পড়েছে ৮ হাজার। আর মাত্র ৫টি ভোট পড়েছে লাঙ্গলে।  নির্বাচন কতটুকু সুষ্ঠু হয়েছে, এই ফলই  তার বড় উদাহরণ। 

এক প্রশ্নের জবাবে  তিনি বলেন, ‘নির্বাচন করা ভুল হয়েছে।’ না করলেই ভালো হতো বলেও তিনি মন্তব‌্য করেন। নঈমুদ্দীন/সাইফ