রাজনীতি

অসহায় মানুষের পাশে দাঁড়ালো যুবলীগ

নভেল করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের কর্মকাণ্ড কার্যত স্থগিত হওয়ায় সবচেয়ে বিপদে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

এসব মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান এসেছে। সেই আহ্বানে সাড়া দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগ।

সংগঠনের পক্ষ থেকে সারা দেশে দিনমজুর, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা।  সংগঠনের মতো ব্যক্তিগত উদ্যোগেও সামর্থ্য অনুযায়ী কেউ কেউ পাশে দাঁড়াচ্ছেন।  গত দুই দিনে যুবলীগ নেতা এন আই আহমেদ সৈকতের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন এলাকায় অসহায় এসব মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ হয়েছে। এই কর্মকাণ্ড ধারাবাহিকভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।

বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রতিরোধে ২৬ মার্চ থেকে ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ে সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। জনগণকে প্রয়োজনের বাইরে ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে।  পারভেজ/সাইফ