রাজনীতি

সহযোগিতার হাত বাড়িয়েছে যুব মহিলা লীগ

করোনাভাইরাসের প্রতিরোধে ‘ঘরে থাকুন’ কর্মসূচিতে কর্মহীন হয়ে পড়া দিনমজুরদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়েছে যুব মহিলা লীগ।

দেশ কার্যত লকডাউন পরিস্থিতিতে আয়ের পথ বন্ধ হওয়ায় খাদ্য সংকটে থাকা এসব মানুষকে চাল, ডাল, আলু , তেল, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন সংগঠনটির সভাপতি নাজমা আক্তার।

ব্যক্তিগত উদ্যোগে তিনি গত তিনদিন ধরে রাজধানীর বিভিন্নস্থানে খাদ্যসামগ্রী বিতরণ করছেন।

জানতে চাইলে নাজমা আক্তার বলেন, ‘একজন রাজনৈতিক কর্মী হিসেবে সবসময় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য। আর এখন সংকটকালীন সময়ে তাদের পাশে থাকা আরো বেশি দরকার।’

তিনি বলেন, ‘এরই মধ্যে জননেত্রী শেখ হাসিনা কর্মহীন এসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। নেত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে যুব মহিলা লীগের নেতাকর্মীদের এসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছি। তারা সাদ্যমতো কর্মসূচি হাতে নিয়েছে। আমি মনে করি সমাজের যারা বিত্তবান আছেন তাদের সকলকে এসব অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো উচিত।’

 

ঢাকা/পারভেজ/জেনিস