রাজনীতি

তারেকের নামে ভুয়া ইমেইল খোলার অভিযোগ বিএনপির

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ভুয়া ইমেইল অ‌্যাড্রেস খুলে একটি চক্র প্রতারণা করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) অনলাইন সংবাদ ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা দুদিন আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক অ‌্যাকাউন্ট নেই মর্মে দলের পক্ষ থেকে বিবৃতি দিয়েছিলাম।

তিনি বলেন, আমরা আবারও বলছি তারেক রহমানের কোনো ফেসবুক অ‌্যাকাউন্ট নেই। এর সঙ্গে আমার আরও জানচ্ছি যে, tariquerahman.bnp.uk@gmail.com এই ইমেইল অ‌্যাড্রেস থেকে প্রতারণামূলক মেইল পাঠানো হয়েছে। যা সম্পূর্ণরুপে মিথ্যা ও বানোয়াট। এর সঙ্গে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা নেই।  ওপরে দেওয়া ইমেইল অ‌্যাড্রেসটি তারেক রহমানের নয়।

প্রতারক চক্র ভুয়া ইমেইল অ‌্যাকাউন্ট খুলে প্রতারণা করছে অভিযোগ করে রিজভী বলেন, দেশবাসীসহ বিএনপি নেতা-কর্মীদের এ বিষয়ে সতর্ক থাকা এবং বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ঢাকা/সাওন/জেডআর