রাজনীতি

আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণের আহ্বান রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন রেখে বলেছেন,  ‘সরকারের মন্ত্রীদের মুখে দেশে উন্নয়নের জোয়ারের খবরে এতদিন দেশ ভেসে গেছে, তাহলে স্বাস্থ্যে খাতের এত বেহাল দশা কেন?’।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনলাইন সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘করোনাভাইরাস বাংলাদেশে এখন তীব্রমাত্রা লাভ করেছে।  ঢাকাসহ সারা দেশর ২০ জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসের থাবা লক্ষ্য করা গেছে।  গণমাধ্যমের খবর অনুযায়ী ২৪ ঘণ্টায়  দেশের ১০টি জেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন কমপক্ষে ১৫জন।  জনস্বাস্থ্য নিয়ে এ সরকার কিছুই করেনি।’

হাসপাতালে চিকিৎসক নেই, নার্স নেই উল্লেখ করে রিজভী বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।  বিনা চিকিৎসায় মারা যাচ্ছে মানুষ।  লাশ পড়ে থাকছে পথে ঘাটে।  হাসপাতালে ঘুরতে ঘুরতে চিকিৎসা না পেয়ে মারা গেছে ঢাবি শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ। এমন পরিস্থিতিতে মানুষের বর্তমানে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘যখন থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে সরকার তখন কোনও পদক্ষেপ নেয়নি বলেই মেডিক্যাল সেক্টরে করোনাভাইরাস প্রতিরোধর কোনও ব্যবস্থা নিতে পারছে না।  মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তসহ দরিদ্র মানুষরা সর্বগ্রাসী ক্ষুধার মধ্যে নিপতিত হয়েছে।’

সরকার ঢাকঢোল পিটিয়ে ত্রাণের কথা বললেও শত শত বস্তা রিলিফের খাদ্যসামগ্রী পাওয়া যাচ্ছে সরকারি দলের নেতাদের বাসায় বাসায় উল্লেখ করে বলেন, ‘যেকোনও ধরনের জাতীয় দুর্যোগ হলেই আওয়ামী লীগ নেতা-কর্মীদের হয়ে যায় পোয়াবারো।  অবিলম্বে দুস্থ মানুষের মাঝে সরকারি ত্রাণ সহায়তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করার জন্য দাবি জানাচ্ছি।’ সাওন/সাইফ