রাজনীতি

ঢাকায় যুব মহিলা লীগ নেত্রীর ত্রাণ বিতরণ

রাজধানীতে ত্রাণ বিতরণ করেছেন যুব মহিলা লীগের এক নেত্রী।

করোনায় কর্মহীন হয়ে পরা সোনারগাঁওয়ে মধ্যবিত্ত ৫০০ পরিবারের মাঝে যুব মহিলা লীগের নেত্রী নাসরিন সুলতানা ঝরা ত্রাণ বিতরণ করেছেন।

রোববার (৩ মে) সোনারগাঁওয়ে ৯টি ওয়ার্ডে ত্রাণ পৌঁছে দেন তিনি।  ত্রাণসমাগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ টি সাবান ও ১ প্যাকেট বিস্কিট।

এ প্রসঙ্গে যুব মহিলা লীগের নেত্রী ও বদরুন্নেসা মহিলা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাসরিন সুলতানা ঝরা বলেন, ‘আমি খবর পেয়েছি জেলখানায় বসেও ঢাকার যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে ভাবেন ইসমাইল চৌধুরী সম্রাট ভাই।  রাষ্ট্রনায়ক শেখ হাসিনা গরীব-অসহায় মানুষগুলোকে খাদ্য সহায়তা দিচ্ছেন।  কিন্তু মধ্যবিত্ত পরিবারের যারা কাউকে বলতেও পারেন, সইতেও পারেন না।  তাদের কথাই ভেবে ভাইয়ের (সম্রাট) পক্ষ হতে দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর চেষ্টা মাত্র।  এটা সাহায্য নয়, এটা ভাইয়ের পক্ষে উপহার’।  

 

পারভেজ/সাইফ