রাজনীতি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের শারীরিক অবস্থার উন্নতি নেই

সংকটাপন্ন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।  কোনো প্রকার উন্নতি নেই।  আপাতত তার ভেন্টিলেশন নাও খোলা হতে পারে।

মোহাম্মদ নাসিমের চিকিৎসায় ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তারা চিকিৎসার তদারকি করছেন।

সোমবার (০৮ জুন) বিকেলে মেডিক্যাল বোর্ডের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘সাবেক স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থা গতকালের মতোই আছে। কোনো উন্নতি হয়নি।’

মঙ্গলবার (০৯ জুন) ভেন্টিলেটর খোলার পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভেন্টিলেটর খোলা যাবে না।  খুললেতো অবস্থা খারাপ হয়ে যাবে।’

মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত ১৩ সদস্যদের মেডিক্যাল বোর্ডের নেতৃত্বে রয়েছেন ডা. কনক কান্তি বড়ুয়া। ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা চলছে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীর।

গত ১ জুন নাসিমকে হাসপাতালকে ভর্তি করা হয়।  তার করোনা পজিটিভ হলে সেখানেই চিকিৎসা চলে।  চিকিৎসাধীন অবস্থায় ব্রেইন স্ট্রোক করেন তিনি।  পরে তার অস্ত্রোপচার করা হয়।

** ‘ডিপ কোমায় মোহাম্মদ নাসিম’ ঢাকা/সাওন/জেডআর