রাজনীতি

সরকার করনোর প্রকৃত তথ্য জানাচ্ছে না: রিজভী

করোনায় আক্রান্ত-মৃত্যুর পরিসংখ্যান বিষয়ে সরকারিভাবে যা বলা হচ্ছে, তা দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘করোনা নিয়ে সরকার প্রকৃত তথ্য জনগণকে জানাচ্ছে না।’ সোমবার (২৯ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে অনলাইন প্রেস বিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘মিথ্যার ওপর প্রতিষ্ঠিত সরকার। সত্য প্রতিষ্ঠিত হলে অগণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী সরকারের মসনদ নড়ে যাবে। তাই তারা সত্যকে আতঙ্ক মনে করে।’

বিএনপির এই নেতা বলেন, ‘‘গতকাল আওয়ামী লীগর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শুধু স্বাস্থ্যখাতেই নয়, যেকোনো খাতের অনিয়ম, অন্যায়, দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল।’ আওয়ামী লীগের নেতাদের মুখে দুর্নীতিবিরোধী কথা শুনলে মানুষ হাসতেও ভুলে যায়। সব বাদ দিলাম, শুধু নিশিরাতের ভোটটা স্মরণে করলেই যথেষ্ট। যদিও ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে গণমাধ্যমসহ মানুষের মুখ বন্ধ করে রাখা হয়েছে। তবু প্রতিদিন কোনো না কোনো গণমাধ্যমে সরকারের বেপরোয়া দুর্নীতির তথ্য ফাঁস হচ্ছে।’’

গণমাধ্যমের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘আজই গণমাধ্যমে বের হয়েছে ৫ থেকে ১০ হাজার টাকা নিয়ে বাসা থেকে কালেকশন করা করোনার স্যাম্পল পিসিআর ল্যাবে টেস্ট করা হয় না। লটারির মতো পজিটিভ বা নেগেটিভ লিখে রিপোর্ট তৈরি করে পাঠিয়ে দেওয়া হয় রোগীর ই-মেইলে। আবার বুথে করোনার স্যাম্পল দিলে সেখানেও একই অবস্থা। টেস্ট না করিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে রিপোর্ট। কী ভয়ঙ্কর অবস্থা!’ মানুষের জীবন নিয়ে সরকার চরম তামাশা করছে বলেও তিনি অভিযোগ করেন। সাওন/এনই