রাজনীতি

বাজেট প্রত্যাখ্যান করেছেন বিএনপির এমপিরা

চলতি ২০২০-২১ অর্থবছরের ৩০ জুন পাস হওয়া বাজেট প্রত্যাখ্যান  করে জাতীয় সংসদের সামনে বিক্ষোভ করেছেন বিএনপির সংসদ সদস্যরা (এমপি)।

বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সংসদ ভবনের সামনে বাজেট প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেন তারা।

এসময় বিএনপির এমপিরা বলেন, গতকাল (৩০ জুন) মাত্র কয়েকঘণ্টা বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়েছে। বাজেট নিয়ে যাতে কেউ সমালোচনা করতে না পারে, সেজন্য  আলোচনা সংক্ষিপ্ত করা হয়েছে। তারা নিজেদের বাজেট পাস করেছে। আমরা (বিএনপি) বাজেটের একাধিক প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তা গ্রহণ করা হয়নি।

তারা আরও বলেন, পৃথিবীর কোনো দেশের বাজেট আলোচনা ছাড়া পাস হয়নি। জনগণের সামনে আমরা এ বাজেট প্রত্যাখ্যান করছি।

এসময় এমপি মোশাররফ হোসেন (বগুড়া-৪), হারুন অর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩),  জিএম সিরাজ (বগুড়া-৬) , ব্যারিস্টার রুমীন ফারহানা (৩৫০ সংরক্ষিত নারী সংসদ সদস্য)।

 

ঢাকা/আসাদ/এসএম