রাজনীতি

বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে: কাদের

করোনা সংকটকালে বিএনপি নেতারা 'আজগুবি তথ্য' সরবরাহ করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৬ জুলাই) দুপুরে সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

করোনা মোকাবিলায় নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘বৈশ্বিক করোনা সংকটের শুরু থেকে সরকার সবাইকে নিয়ে সমন্বিতভাবে কার্যক্রম চালাচ্ছে। এখন প্রায় ৭৩টি কেন্দ্রে করোনা শনাক্তের পরীক্ষা হচ্ছে। দিন দিন সক্ষমতা বাড়ছে। উপজেলা পর্যায় পর্যন্ত পরীক্ষার সুযোগ বৃদ্ধি করা হয়েছে। জেলা পর্যায়ে করোনা হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। উপজেলা পর্যায়েও প্রস্তুতি আছে।'

‘সরকার যদি অদক্ষ বা অযোগ্য হতো, তাহলে এ সময়ে এমন ব্যবস্থা কি নিতে পারত? এ পর্যন্ত ৭২ হাজার ৬২৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৪৪. ৭২ ভাগ, মৃত্যুর হার ১.২৬ ভাগ। মৃত্যুর এ হার যেকোনো দেশের তুলনায় কম। ইউরোপ-আমেরিকা এমনকি প্রতিবেশী দেশ ভারতের চেয়ে এখানে অনেক কম। যদিও সরকার একটি মৃত্যুও প্রত্যাশা করে না।'

তিনি বলেন, 'এখানে শুধু মৃত্যুর সংখ্যা নিয়ে কথা বলে, অথচ এতে লোক সুস্থ হচ্ছে, এটা তাদের চোখে পড়ছে না। তাদের (বিএনপি) দৃষ্টিভঙ্গি যে নেতিবাচক, এটাই তার প্রমাণ।'

সরকার সমন্বিত পদক্ষেপের মাধ‌্যমে দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে, এ দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'ইতোমধ্যে ২ হাজার ডাক্তার, ৫ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। ২ হাজার মেডিক‌্যাল টেকনোলজিস্ট নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্র দিন দিন বাড়ানো হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও এখন করানো শনাক্তের পরীক্ষা হচ্ছে। বেসরকারি হাসপাতালগুলোকে সম্পৃক্ত করা হচ্ছে।'

‘বিশ্বের অনেক দেশই নিজেদের সামর্থ দিয়ে করোনাভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে। বহু দেশ নানা সীমাবদ্ধতার মধ্যে তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকার সীমাবদ্ধতা নিয়েও করোনাভাইরাস সংকট মোকাবিলায় সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছে। দিন দিন শেখ হাসিনা সরকার সুরক্ষা সামগ্রী বাড়াচ্ছে, ভেন্টিলেশন ব্যবস্থা ও ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করছে। সরকারের সমন্বিত দক্ষতার কারণে এসব করা সম্ভব হচ্ছে। অথচ বিএনপির কার্যক্রম শুধু বিবৃতিরে মধ্যেই সীমাবদ্ধ।’ রেজা/পারভেজ/রফিক