রাজনীতি

আবদুল আলীর মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

সাতক্ষীরা জেলার তালা উপজেলার সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির তালা উপজেলা প্রতিষ্ঠাতা সভাপতি গাজী আবদুল আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক শোক বার্তায় জাপা চেয়ারম্যান গাজী আবদুল আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় জাপা চেয়ারম‌্যান বলেন, গাজী আবদুল আলী ছিলেন জনপ্রিয় একজন নেতা। পাঁচ বছর তালা উপজেলার চেয়ারম্যান এবং ৩৫ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষের সেবা করেছেন তিনি। একবার  উপজেলা এবং পাঁচবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি গণমানুষের নেতায় পরিণত হয়েছিলেন। তার মৃত্যুতে জাতীয় পার্টি একজন জনপ্রিয় নেতাকে হারালো।

এদিকে, গাজী আবদুল আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

উল্লেখ্য, গাজী আবদুল আলী বৃস্পতিবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের নিজ বাড়িতে মারা যান।  তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।