রাজনীতি

স্বাস্থ‌্যবি‌ধি মেনে ঈদুল আজহা উদযাপনের আহ্বান রওশ‌নের

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়ের লোকজনকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

মহান ত্যাগের মহিমায় মহামারি প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সরকা‌রি  নির্দেশনা এবং স্বাস্থ‌্যবি‌ধি মেনে সবাইকে ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান তি‌নি। 

ঈদুল আজহা উপল‌ক্ষে বৃহস্প‌তিবার (৩০ জুলাই) পাঠা‌নো এক শুভেচ্ছা বাণী‌তে বিরোধী দলীয় নেতা এ আহ্বান জানান।

রওশন এরশাদ বলেন, ঈদুল আজহা এবার একটু ভিন্নভাবে পালিত হচ্ছে। করোনাভাইরাস আমাদের মধ্যে মহাবিপর্যয় হিসাবে দেখা দিয়েছে। এ অবস্থায় আমা‌দের সবাইকে সামা‌জিক দূরত্ব মে‌নে চল‌তে হ‌বে। খুব প্রয়োজন ছাড়া বাসা বা‌ড়ি থে‌কে বের হওয়‌া যা‌বে না। নিজে সুস্থ থাকতে এবং সবাইকে সুস্থ রাখতে সবসময় মু‌খে মাস্ক প‌রা, ঘন ঘন হাত ধোয়াসহ সরকা‌রি নির্দেশনা মে‌নে চল‌তে হ‌বে। 

শুভেচ্ছা বাণীতে বিরোধী দলীয় নেতা বলেন, আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহা। ব্যক্তি ও সমাজ জীবনে কোরবানির শিক্ষা সঠিকভাবে কাজে লাগাতে পারলে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে ব‌লেও ম‌নে ক‌রেন রওশন এ‌রশাদ।