রাজনীতি

অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলবে: কাদের

সমৃদ্ধ দেশ বিনির্মাণ ও সুশাসন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।   মঙ্গলবার (৪ আগস্ট) সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের উদ্যোগে ‘বাংলাদেশ এই সময়ে’ শীর্ষক অনলাইন আলোচনা সভায় নিজের বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগ নেতারা এতে সংযুক্ত ছিলেন।   ওবায়দুল কাদের বলেন, ‘সম্প্রতি স্বাস্থ্য খাতসহ অন্যান্য খাতের অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনার দৃঢ় অবস্থান জনমনে নতুন করে প্রত্যাশার আলো জ্বালিয়েছে। দলীয় পরিচয় থাকলেও অনিয়ম করে কেউ ছাড় পাবে না, একথা আজ স্পষ্ট।’   বিশ্ব আজ কঠিন সময় পার করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা পৃথিবীর একটি সমৃদ্ধ দেশে অবস্থান করে দেখেছেন, মহামারির কাছে দেশগুলো কিভাবে অসহায় সমর্পন করেছে। হিমসিম খাচ্ছে সংক্রমণ নিয়ন্ত্রণ ও আক্রান্ত মানুষকে বাঁচাতে। অনেক সীমাবদ্ধতা স্বত্ত্বেও বাংলাদেশ অসীম সাহসিকতায় মোকাবিলা করছে এ মহামারি। আমাদের শক্তি আমাদের মনোবল।’   প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দক্ষতা, দূরদর্শিতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে করোনার সংক্রমণ রোধে সরকার দিনরাত কাজ করছে বলেও জানান সেতুমন্ত্রী।   করোনায় প্রবাসীদের জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রায় ২০ দেশে সহস্রাধিক প্রবাসী প্রাণ হারিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। সংখ্যার হিসাবে কম-বেশি যাই হোক-প্রতিটি মৃত্যুই আমাদের ব্যথিত করেছে।’   তিনি বলেন, ‘অর্থনীতির ক্ষতি পুষিয়ে জীবন-জীবিকার চাকা সচল রাখতে শেখ হাসিনা সরকার নিয়েছে ভারসাম্যপূর্ণ অবস্থান। এ দুর্যোগে প্রবাসী আয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আমাদের ঘুরে দাঁড়ানোর শক্তি জোগাচ্ছে। শেখ হাসিনা তৈরি পোশাক শিল্পের ক্রয় আদেশ বাতিলের প্রেক্ষাপটে নিজেই বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে কথা বলেছেন। এরই মধ্যে ক্রয় আদেশ আসতে শুরু করেছে। অর্থনীতি আকস্মিক স্থবিরতা কাটিয়ে পুরোনো ছন্দে ফিরতে শুরু করেছে।’    আগস্ট ষড়যন্ত্রকারীদের অব্যাহত অপচেষ্টা আজও চলমান রয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে- উন্নয়ন অগ্রযাত্রা বিরোধী এ অপশক্তির ষড়যন্ত্র সম্পর্কে।’

অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থেকে সরকারের ইতিবাচক অর্জন তুলে ধরার আহ্বান জানান ওবায়দুল কাদের।