রাজনীতি

‘প্রধানমন্ত্রী ও আ.লীগ পরিবেশ রক্ষায় যত্নশীল’

আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেছেন, ‘পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ খুবই যত্নশীল।’

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের উদ্যোগে ডেমরা থানাধীন (৭০নং ওয়ার্ড) আমুলিমা মডেল টাউন প্রাঙ্গণে তিন মাসব্যাপী (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

দেলোয়ার হোসেন বলেন, ‘মার্কিন বিজ্ঞানীদের ১০ বছর আগে বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন, পরিবেশের বিপর্যয় হবে, পরিবেশের বিপর্যয় রোধে আমাদের কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবেশের ক্ষেত্রে দূরদর্শী ছিলেন। বিশ্বের বিজ্ঞানীরা যখন পরিবেশ নিয়ে চিন্তা করতে পারেননি, তখন তিনি চিন্তা করেছেন। এখন তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। পরিবেশ নিয়ে কাজ করায় জননেত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব আর্থ পুরস্কার পেয়ছেন।’

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, ‘মুজিববর্ষে আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে আমরা ৪০ লাখ গাছের চারা রোপণ করেছি।’ ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি আব্দুস সালাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষক লীগের ঢাকা বিভাগের সমন্বয়ক মো. আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা কাজী মনিরুল ইসলাম মনু, ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের বৃক্ষরোপণ উপ-কমিটির আহ্বায়ক মো. ইব্রাহীম মোল্লা এবং সদস্য সচিব হাসান মাহমুদ অপু।