রাজনীতি

‘শেখ হাসিনা পরবর্তী নির্বাচন নয়, প্রজন্ম নিয়ে ভাবেন’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সময়ের কষ্টিপাথরে পরীক্ষিত এক দূরদর্শী ও মানবিক নেতা হিসেবে অভিহিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘পরবর্তী নির্বাচন নয়, পরবর্তী প্রজন্ম নিয়ে ভাবেন তিনি।’

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ‌্যাভিনিউয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ‌্যোগে আয়োজিত আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা রাষ্ট্রনায়ক, যিনি পরবর্তী ইলেকশন নিয়ে ভাবেন না, ভাবেন তোমাদের মতো শিশু-কিশোরদের ভবিষ্যত নিয়ে। ১০০ বছর পরে বাংলাদেশ কোথায় দাঁড়াবে, সেটাও তার ভাবনায় আছে। তাই তিনি গ্রহণ করেছেন, শত বছরের জন্য ডেল্টা প্ল্যান। তিনি নতুন বাংলাদেশের রূপকার, যিনি সংকটকে সম্ভাবনায় রূপ দেন, ধ্বংসস্তুপের মাঝে থেকে উড়ান সৃষ্টির পতাকা। তিনি মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে গেয়ে যান জীবনের জয়গান।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার সাধারণ জীবন-যাপনের মাঝেই আছে অন্যদের জন্য শিক্ষা। তার সন্তানদের গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে দেননি। প্রধানমন্ত্রীর সন্তান বলে কোনো প্রশ্রয় পাননি। পরিশ্রম, মেধা ও যোগ্যতায় তারাও আজ তারকার মতো দীপ্তি ছড়াচ্ছেন নিজ নিজ কর্মক্ষেত্রে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা চেয়েছি, আমাদের প্রিয় নেত্রীর জন্মদিনটি উৎসবমুখর করতে। কিন্তু আড়ম্বর করে জন্মদিন পালনে তিনি রাজি হননি। এ সিদ্ধান্তের মাঝেই তার মহত্ব ফুটে উঠেছে। তার প্রতিটি কর্ম, সিদ্ধান্ত এবং চর্চা তোমাদের জন্য অনুসরণীয় বার্তা।’

এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি মাহমুদুস সামাদ চৌধুরী এমপি, সদস্য সচিব কে এম শহিদুল্লাহ, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।