রাজনীতি

‘ধর্ষণের ঘটনায় রাজনৈতিক ট‌্যাগ বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারে’

ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ভিন্নখাতে প্রবাহিত করলে বিচারের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে মন্তব‌্য করে, অপরাধীকে অপরাধী হিসেবে দেখার কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ‌্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় বক্তব‌্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।   

ধর্ষণ এবং হত্যার মতো অপরাধের সঙ্গে জড়িত কোনো অপরাধীকে সরকার কখনো ন্যূনতম ছাড় দেয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ভিন্নখাতে প্রবাহিত করলে বিচারের প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। কোনো অপরাধের যারা অপরাধী, তার পরিচয় হলো দুর্বৃত্ত। দুর্বৃত্তের কোনো দলীয় পরিচয় নেই। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, ধর্ষকদের একমাত্র পরিচয়, সে ধর্ষক, সে অপরাধী, সে দুর্বৃত্ত।’ 

তিনি বলেন, ‘ধৈর্য ধরুন, প্রতিবাদ করার দরকার নেই।  বিচার সরকার করছে।  ঘটনার সঙ্গে জড়িত কাউকেই সরকার রেহাই দিচ্ছে না। সরকার দলে থেকে যারা অপরাধ করেছে তাদের বিচারের আওতায় আনছে।’

এ সময় আগের যেকোনো অপরাধ সরকারের কঠোর হাতে দমনের উদাহরণ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আবরার হত্যাকাণ্ডে যারা জড়িত, তারা ছাত্রলীগ পরিচয়ের হলেও তাদের রেহাই দেওয়া হয়নি। একইভাবে ফেনীতে নুসরাত হত্যাকাণ্ড আওয়ামী লীগের পরিচয়েও কেউ কেউ ছিল, তাদের একইভাবে শাস্তি দেওয়া হয়েছে। আমাদের নেত্রীর নির্দেশনা হলো অপরাধী যত বড় নেতাই হোক তার অপকর্মের শাস্তি পেতেই হবে।’

করোনা মহামারি নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘করোনা মহামারিকে হালকা করে দেখার কিছু নেই। এ নিয়ে সবাইকে আরও সতর্ক হতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। আমাদের প্রতিবেশী দেশে এখন ভয়াবহ পর্যায়ে চলে গেছে। এমন অবস্থায় আমাদের দেশে সংক্রমণের যে আশঙ্কা রয়েছে। ’

দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক সীমিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনারা কারণে বৈঠক সীমিত করা হয়েছে। এতে যাদের ডাকা হয়নি তাদের পরের মিটিংয়ে ডাকা হবে।’

সভায় অন‌্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মির্জা আজম, এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, আইন সম্পাদক নজীবুল্লাহ হিরু প্রমুখ।