রাজনীতি

ধর্ষণবিরোধী লংমার্চে হামলার নিন্দা

ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে হামলার নিন্দা এবং হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

শনিবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান ফোরামের সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু।

বিবৃতিতে তারা বলেন, ‘৯ দফা দাবিতে গতকাল শুরু হওয়া ঢাকা থেকে নোয়াখালী অভিমুখী লংমার্চ গতকাল রাতে ফেনীতে পৌঁছায়। আজ সকালে ফেনী শহীদ মিনারে সমাবেশ শেষে নোয়াখালী অভিমুখে লংমার্চ বের করলে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা দফায় দফায় হামলা করে। তারা লংমার্চের ১২টি বাস ভাঙচুর করে। হামলায় প্রায় ৪০ জন আহত হয়েছেন। বাসদের ফেনী জেলার সদস্য সচিব অর্জুন দাসকে গ্রেপ্তার করে পুলিশ।’

তারা বলেন, ‘ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ করে ধর্ষকরা ক্ষমতা ও টাকার দাপটে পার পেয়ে যায়, তাদের বিচার হয় না। বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনকারী দেলোয়ার বাহিনীও এক দিনে তৈরি হয়নি। সরকার দলীয় বাহিনী ও পুলিশ বাহিনী তাদেরকে পেলে-পুষে বড় করেছে। লংমার্চে হামলার মধ্যে দিয়ে সরকার প্রমাণ করলো যে, তারা ধর্ষণের বিচার চায় না এবং তারা ধর্ষকদের পক্ষের লোক।’

অবিলম্বে লংমার্চে হামলাকারী ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা।