রাজনীতি

‘নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ক্ষমতার দম্ভের বহিঃপ্রকাশ’

রাজধানীতে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের নিন্দা জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘সংসদ সদস‌্য হাজী সেলিমের ছেলে এরফান সেলিম ও তার সহযোগীদের দ্বারা নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনা ক্ষমতার দম্ভের উলঙ্গ বহিঃপ্রকাশ।’

সাইফুল হক বলেন, ‘এ ধরনের ঘটনা নতুন বা আকস্মিক নয়। মাঝে মধ্যেই ক্ষমতাসীনরা এ ধরনের অপরাধ সংঘটিত করেন। অধিকাংশ ক্ষেত্রেই ক্ষমতার জোরে তারা পার পেয়ে যান।’

নৌবাহিনীর কর্মকর্তার ওপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন সাইফুল হক। একই সঙ্গে তিনি ক্ষমতাবান এসব অপরাধীর যাবতীয় অপতৎপরতার বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ জোরদার করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ‌্য, গতকাল রোববার (২৫ অক্টোবর) সন্ধ‌্যায় নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগ ওঠে এরফানসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ধানমন্ডি থানায় ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।