রাজনীতি

৩০ বছরে আ.লীগ-বিএনপি দুর্নীতিরোধে ব্যর্থ: জিএম কাদের 

দুর্নীতি ও স্বজনপ্রীতি যেকোনো দেশের প্রত্যাশিত উন্নয়নের অন্তরায় বলে মন্তব‌্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘গত ৩০ বছরে আওয়ামী লীগ ও বিএনপি দুর্নীতিরোধে ব্যর্থ হ‌য়ে‌ছে।’ শুক্রবার (৪ ডিসেম্বর) সকা‌লে দলীয় চেয়ারম্যানের উত্তরার বাসভবনে এক অনুষ্ঠা‌নে জিএম কাদের এই মন্তব‌্য ক‌রেন। 

এর আগে লালমনিরহাট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম বসুনীয়া জাতীয় পার্টিতে যোগ দেন।

জিএম কা‌দের ব‌লেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ৯ বছরের শাসনামলে দেশে উন্নয়ন ও সুশাসন দিতে সমর্থ হয়েছিলেন। তাই দেশের ভবিষ্যতের জন্য জাতীয় পার্টি সরকার অনিবার্য হয়ে পড়েছে।’  

এ সময় আরও বক্তব‌্য রা‌খেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের, পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ‌্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, উপদেষ্টা ড. নূরুল আজাহার শামীম, যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপস, দপ্তর এম এ রাজ্জাক খান, বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাক ভূঁইয়া, আজহার সরকার, অ‌্যাডভোকেট আবু তৈয়ব, দ্বীন ইসলাম শেখ, লালমনিরহাট জেলা সদস্য সচিব মো সেকেন্দার আলী। 

উপ‌স্থিত ছি‌লেন কেন্দ্রীয় নেতা মো. শরিফুল ইসলাম, জি এম শহিদ, জাহিদ হাসান, জাতীয় হকার্স পাটির সভাপতি মো. আনোয়ার হোসেন আনু, জাতীয় মুক্তিযোদ্ধা পাটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, আব্দুল কাদির প্রমুখ।