রাজনীতি

শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে আ.লীগের শ্রদ্ধা

গণতন্ত্রের মানসপুত্র, উপমহাদেশের বরেণ্য রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন  আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৫ ডিসেম্বর) হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে  রাজধানীর দোয়েল চত্বরে অবস্থিত জাতীয় তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের একটি প্রতিনিধদল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, নির্বাহী সদস্য এ বি এম রিয়াজুল কবিবর কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।  পরে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।

যুবলীগ নেতাদের মধ‌্যে যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, মো. রফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান পবন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, মো. রফিকুল ইসলাম সৈকত জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপ-তথ্য ও যোগাযোগ্য সম্পাদক এন আই আহমেদ সৈকত উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু নেতৃত্বে শ্রদ্ধা নিদেবন করা হয়। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রতি শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে পৃথকভাবে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকেও পৃথকভাবে উপমহাদেশের বরেণ্য রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।