রাজনীতি

জাপার প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটলো এরশাদ ট্রাস্ট

জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩৬ পাউন্ড ওজনের কেক কাটলো হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারিধারায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে বিশাল এ কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ, এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক, এরশাদের ছেলে এরিক এরশাদ, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগের চেয়ারম্যান মনোয়ার হোসেন, কৃষক শ্রমিক পার্টির সভাপতি সিরাজুল হক, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আকতার হোসেন, আমান উল্লাহ, খোরশেদ আলম, রুবায়েত হোসেনসহ জাপার অনেক নেতাকর্মী।

কেক কাটার পর পার্টির প্রয়াত চেয়ারম্যানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রাস্টের পক্ষ থেকে প্রেসিডেন্ট পার্কে আলোকসজ্জা করা হয়।